৫ আগস্ট ঢাকা শহরে পুলিশের বর্বর গুলিবর্ষণে নিহত উজিরপুরের দুই জুলাই বীর শহীদকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও অন্যান্য কর্মকর্তারা শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠীর কামাল হোসেন শুক্কুর মোল্লার ছেলে মোঃ মিজানুর রহমান মোল্লা (২৫) এবং বড়াকোঠা গ্রামের মৃত মোঃ চাঁন্দু মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম মোল্লা (২৩)। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, মাদ্রাসার অধ্যক্ষসহ সামাজিক ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এই কর্মসূচি ছিল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে