বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শহীদ শাওন শিকদারের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ ও জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনিসহ আনসার সদস্যরা শহীদ শাওনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে বরিশাল জেলার আমতলী মোড়ে শহীদ স্বৃতিফলক উদ্বোধনে অংশগ্রহণ, শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনশেষে বরিশাল রেঞ্জ কার্যালয় জামে মসজিদে শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, "৫ আগস্ট আমাদের দেশের সাহসী ছাত্রদের বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে গড়া প্রতিবাদের উজ্জ্বল ইতিহাস। শহীদদের আত্মত্যাগ আমাদেরকে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। আনসার বাহিনী দেশের শান্তি ও মানবিক মূল্যবোধ রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা সবাই যেন শহীদদের আদর্শকে বুকে ধারণ করে সমাজে ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে পারি।"
আনসার বাহিনী সবসময় ন্যায়পন্থী ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে আসছে এবং সমাজের প্রতিটি স্তরে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে