ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে তানোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মিছিলের সার্বিক তত্ত্বাবধানকারী ও তানোরের সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, বাঁধাইড় ইউপি বিএনপির সভাপতি আল আমিন হোসেন পলাশ, তানোর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ কবির, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, চান্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন, পাচন্দর ইউপি সভাপতি প্রভাষক মজিবুর রহমান, তালন্দ ইউপি সভাপতি শামসুদ্দিন ও সম্পাদক জিল্লুর রহমান নান্নু, কলমা ইউপি সভাপতি মুস্তাফিজুর রহমান, কামারগাঁ ইউপি সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, আবু সাঈদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম এবং সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।
মিছিল ও সভায় তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বিএনপির স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এবং দলীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জোরালোভাবে তোলা হয়। বক্তারা এই দাবিতে স্লোগান দেন এবং দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে