কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাসহ ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আদর্শপাড়া ও বহলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগান (৪৪) এবং বহলবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউল হোসেন (৪৭)। পুলিশ জানায়, তারা মিরপুর থানার একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল চুনিয়াপাড়া ঈদগাহ মাঠে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে একত্রিত হন বলে অভিযোগ ওঠে। ওই সময় বিএনপি কর্মী মিরাজুল সড়কপথে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার গাড়ির হেডলাইট ভেঙে দেওয়া হয়। তিনি বিষয়টি মিরপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয়জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে রামদা, তলোয়ার, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে মিরাজুল বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলারই সন্দেহভাজন হিসেবে এবার গ্রেফতার করা হলো রিগান ও আলাউল হোসেনকে।
এছাড়া মিরপুর থানার আরও তিনটি পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তিন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে