গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহাসিক `জুলাই গণঅভ্যুত্থান দিবস` উপলক্ষে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ ও সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক। র্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অপরদিকে দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা নায়েবে আমির মো. মাজেদুর রহমান, উপজেলা আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি মো. আতাউর রহমান এবং পৌর আমির মো. একরামুল হক।
পরে আয়োজিত সমাবেশে জেলা, উপজেলা ও পৌর জামায়াত এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে