জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের’ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড র্যালি নিয়ে সরাইল গরুর বাজার মাঠে সমবেত হন। পরে সেখান থেকে বিজয়ের আনন্দ মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুজ্জামান লস্কর তপু, সহ-সভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, আব্দুল হাফিজ মাখন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে আজ। এ দিনই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালায়। আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। ভবিষ্যতে যেন নতুন করে কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।”
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে