শ্রীমঙ্গলে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নেতৃত্বে বিজয় র্যালিটি শহরের হবিগঞ্জ সড়কের শাহী ঈদগাহের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে