ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে বিজয় র্যালিটি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাউসি পপুলার মোড়ে গিয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “২৪ জুলাইয়ের গণআন্দোলন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। সৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামী নির্বাচনে জয়ী হয়, তাহলে সকল শহীদ, আহত ও নির্যাতিত পরিবারকে যথাযথ মূল্যায়ন করা হবে। তাদের খাদ্য, বস্ত্র এবং কর্মসংস্থানের দায়িত্ব নেবেন তারুণ্যের অহংকার তারেক রহমান।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, জেলা সদস্য গোলাম রব্বানী লিকু, সদস্য লাবিব উদ্দিন তালুকদার প্রমুখ।
বিজয় র্যালিতে সরিষাবাড়ী পৌরসভাসহ উপজেলার ডোয়াইল, পিংনা, আওনা, ভাটারা, কামরাবাদ, পোগলদিঘা, সাতপোয়া ও মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে