নারায়ণগঞ্জের বন্দর থেকে ৭২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বন্দরের মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে র্যাব-১১ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৭২ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মির্জাপুর এলাকার রিয়াজউদ্দিনের ছেলে মো. ইমরান (৩৪) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার চরমধুয়া এলাকার আসানুল্লাহর ছেলে আসাদুল্লাহ (১৯)।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে র্যাব-১১ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা রকম কৌশল অবলম্বন করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান স্বীকার করেন, তিনি প্রাইভেট কারটি চালাচ্ছিলেন এবং আসাদুল্লাহ যাত্রী সেজে গাড়ির পেছনের সিটে অবস্থান করছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে