চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হলেন—জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সরদার পাড়ার সুবল কুমার বিশ্বাসের মেয়ে দিপালী বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের মৃত তাপস কুমারের স্ত্রী বুলবুলি রানী (৪০)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে একটি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরদার পাড়ায় অভিযান চালায়।
অভিযানে বুলবুলি রানীর বসতঘর থেকে ৫০ লিটার এবং দিপালী বিশ্বাসের নিজ ঘর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার পর পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে