চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম টিপু সুলতান (২৮)। তিনি মোটরসাইকেলযোগে কেশুয়া টিনের হাট এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরমা-আনোয়ারা সড়কে একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে টিপু সুলতান রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টিপু সুলতান স্থানীয় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর নেতা ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে