তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। শিক্ষক মাখন চন্দ্র মহা নায়কের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার, বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সহকারী কমিশনার হাসিবুল হাসান, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত এবং মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান।
অনুষ্ঠানে পরিবেশবান্ধব সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে নৃত্য, নাটিকা ও সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে মধ্যনগর উপজেলার একমাত্র শহীদ আয়াতুল্লাহ’র পিতা মো. সিরাজুল ইসলাম এবং গুলিবিদ্ধ আন্দোলনকারী মো. অপি মিয়া প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, “পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় তরুণ-তরুণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “নবগঠিত মধ্যনগর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
অনুষ্ঠান শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে