কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ সন্তান নষ্ট করার পাঁয়তারা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রোববার (৩ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, গত ৩০ জুলাই তবকপুর ইউনিয়নের মো. নুরনবী মিয়া (৩৫), মো. নুর আলম সিদ্দিক, মো. আনসার আলী (৬০), মোছা. দিলরুপা বেগম, মোছা. শাহের বানু (৫৮) সহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হন এবং তার গর্ভস্থ সন্তান হুমকির মুখে পড়ে।
তারা জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে মারামারি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে