AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামের উলিপুরে জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীর বাচ্চা নষ্ট ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৫:৫৪ পিএম, ৩ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীর বাচ্চা নষ্ট ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ সন্তান নষ্ট করার পাঁয়তারা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (৩ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, গত ৩০ জুলাই তবকপুর ইউনিয়নের মো. নুরনবী মিয়া (৩৫), মো. নুর আলম সিদ্দিক, মো. আনসার আলী (৬০), মোছা. দিলরুপা বেগম, মোছা. শাহের বানু (৫৮) সহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হন এবং তার গর্ভস্থ সন্তান হুমকির মুখে পড়ে।

তারা জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে মারামারি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!