নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে থানা পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলার প্রবেশদ্বার, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা চেকপোস্টে নিয়মিত যানবাহন ও চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ দ্রব্য বহন প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “মান্দাবাসীর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি জানান, আজ রোববার ফেরিঘাট, দেলুয়াবাড়ি ও সাবাইহাটসহ মোট তিনটি প্রবেশপথে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অপরাধী বা অবৈধ কিছু বহনকারী ব্যক্তি এলাকায় প্রবেশ করতে না পারে।
ওসি আরও বলেন, “তল্লাশির সময় পুলিশের আচরণ যেন মানবিক থাকে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তির শিকার না হন। পাশাপাশি নাগরিকদের সহযোগিতামূলক আচরণ কামনা করছি।”
মান্দাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “অত্র উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন পদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে