চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাসপাতালের পুকুরে গোসল করতে নেমে ইয়াছিন (১৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মরিয়ম হোটেলে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরতির সময় ইয়াছিন হাসপাতালের পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তাকে পানিতে ডুবে যেতে দেখে আশপাশে থাকা কয়েকজন চিৎকার দিয়ে অন্যদের খবর দেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
মরিয়ম হোটেলের মালিক জাফর বলেন, “নিহত ইয়াছিন আমার হোটেলে তিন বছর ধরে চাকরি করছে। সে সাঁতার জানত, কিন্তু কীভাবে গোসল করতে নেমে পুকুরে ডুবে গেল, বুঝতে পারছি না। তবে দীর্ঘদিন কাজ করলেও ইয়াছিন কখনো কোনো আইডি কার্ড বা পূর্ণাঙ্গ পরিচয় দেয়নি।”
আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় ইয়াছিনকে পুকুর থেকে উদ্ধার করি।”
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিদুওয়ান জানান, “ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ মর্গে পাঠিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে