নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী মোছাঃ ফরিদা বেগম।
শনিবার (২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
ফরিদা বেগম বলেন, “বিএনপি গণমানুষের দল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণ বিএনপিকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। ধানের শীষে ভোট দিন। আমি পাড়া-মহল্লার নারীদের মাঝে এই ৩১ দফার রূপরেখা তুলে ধরতে কাজ করে যাচ্ছি।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে