AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, জনগণের রাজনীতি করে : ওবায়দুর রহমান চন্দন


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৮:১৬ পিএম, ২ আগস্ট, ২০২৫

বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, জনগণের রাজনীতি করে : ওবায়দুর রহমান চন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি কখনও ক্ষমতার রাজনীতি করে না, বরং জনগণের রাজনীতি করে। আমরা পেছনের দরজা দিয়ে নয়, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই।

শনিবার (২ আগস্ট)বিকেলে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে বর্তমান আন্দোলন ও দলের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলনে নেমেছি, যা জনগণের মৌলিক অধিকার, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, ছাত্র ও যুব সমাজের ভবিষ্যৎ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রণীত হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

চন্দন আরও বলেন, “আমাদের বহু নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খেটেছেন। অনেকে এখনো মামলার ভয়ে আতঙ্কে রয়েছেন। অনেকেই আন্দোলনের পথে জীবন দিয়েছেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুনট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, কালাই পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী, পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলী, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আরজেলা এবং সাধারণ সম্পাদক লিপি খাতুন।

এছাড়াও সভায় বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় এবং এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।

 

একুশে সংবাদ/জ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!