উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইএনও) বরাবর আবেদন করেছেন গণঅধিকার পরিষদের এক ছাত্রনেতা। তার এ আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
পত্নীতলা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এ আবেদনপত্রটি বুধবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেওয়া হয়।
আবেদনে তিনি উল্লেখ করেন, "মসজিদসমূহ মুসলমানদের ইবাদত ও ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মসজিদের অবদান অনস্বীকার্য। বর্তমানে অধিকাংশ মসজিদ পরিচালিত হয় স্থানীয় জনগণের সহায়তায়। তবে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয়ভার স্থানীয় কমিটির জন্য কঠিন হয়ে উঠেছে। এমতাবস্থায় মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করলে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখা সহজতর হবে এবং এটি হবে একটি গুরুত্বপূর্ণ সহায়তা।"
ছাত্রনেতা মোমিনুল ইসলামের এই ব্যতিক্রমী উদ্যোগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোমিনুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের আত্মিক ভিত্তি। বিদ্যুৎ বিলের বোঝা কমানো গেলে এসব প্রতিষ্ঠান আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি কারও উপকারে আসে, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে