দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙায় বিনামূল্যে একটি মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মানসিক রোগীদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. আবদুল মোহিব, অধ্যাপক ডা. শফিকুল হাসান, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. তায়েবুর রহমান রয়েল, ডা. মো. আরিফুর জামান, ডা. পরাগ দে এবং ডা. শহিদুল ইসলাম।
এছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা থেকে অংশ নেন ডা. আইয়াজ ইব্রাহিম, ডা. শহিদুল্লাহ, ডা. আজম ইকবাল ও ডা. তানভীর হাসান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর আয়োজনে এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে দেড় শতাধিক বিভিন্ন বয়সের মানসিক রোগীকে সেবা প্রদান করা হয়।
সেবা নিতে আসা আবদুল হক বলেন, “এই পাহাড়ি অঞ্চলের দরিদ্র মানুষরা অর্থের অভাবে ঢাকা বা চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নিতে পারে না। এ ধরনের সেবামূলক কর্মসূচি যেন নিয়মিতভাবে চালু থাকে, সেই অনুরোধ জানাই।”
চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. পরাগ দে বলেন, “বিএপি-এর উদ্যোগে এই প্রথম খাগড়াছড়িতে মানসিক স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর আবারও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে এ সেবা চালু করা হবে।”
একুশে সংবাদ/খা.প্র/এ.জে