মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে এবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা।
বুধবার (৩০ জুলাই) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনসহ রেঞ্জের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জুন ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনায় মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
