বরিশাল জেলার উজিরপুরে সিআরএসএস–ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে "শিশুশ্রম নিরসন" বিষয়ক মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সিআরএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, পৌর কর্মকর্তা এ্যানি মিতা বৈরাগী, এবং উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি।
সভায় সংস্থাটি উপজেলার ১নং সাতলা ইউনিয়নকে "শিশুশ্রম মুক্ত" ঘোষণা করে। শিশুশ্রমে নিযুক্ত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের বিদ্যালয়মুখী করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিশুদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে