ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগ ও অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্টোরটির উদ্বোধন করা হয়। “দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না”—এই স্লোগানগানে শিক্ষার্থীদের পরিবেশনায় ‘সততা স্টোর’ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা খাতুন। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিদ্যালয়ে স্থাপিত `সততা স্টোর`-এ শিক্ষার্থীদের জন্য টিফিন, কেক, বিস্কুট, চানাচুর, লজেন্সসহ প্রয়োজনীয় খাতা, কলম ও পেন্সিল রাখা হয়েছে। প্রতিটি পণ্যের গায়ে মূল্য লেখা রয়েছে এবং শিক্ষার্থীরা নিজের প্রয়োজন অনুযায়ী পণ্য কিনে সততার সাথে নির্ধারিত বাক্সে টাকা জমা দেবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সৎ পথে চলার অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও আয়োজন ছিল জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, জলবায়ু বিষয়ক দেয়ালিকা প্রকাশ-২০২৫, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

