কুড়িগ্রামের রাজীবপুরে পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাজীবপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিদর্শক হামিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাত হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এসব কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের সাফল্য আমাদের আশাবাদী করে তোলে। শুধু ভালো ফল করলেই হবে না, তাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে