AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে প্রশাসনের ব্যাপক অবৈধ উচ্ছেদ অভিযান


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:১৫ পিএম, ২৮ জুলাই, ২০২৫

কালীগঞ্জে প্রশাসনের ব্যাপক অবৈধ উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

পূর্বাচল প্রকল্পের কালীগঞ্জ অংশে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে বন বিভাগ, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। উপস্থিত ছিলেন গাজীপুরের সহকারী বন সংরক্ষক শাখেরা আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, পুলিশ ও র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নম্বর সেক্টরের প্রায় ১৪৪ একর জমিকে সরকার শাল-গজারিসহ বন ও জীববৈচিত্র্যের কারণে ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ ঘোষণা করেছে। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই এলাকা সংরক্ষণের জন্য প্রজ্ঞাপনও জারি করা হয়।

আইন অনুসারে, এই সংরক্ষিত এলাকায় গড়ে ওঠা বসতঘর ও স্থাপনা বেআইনি হিসেবে বিবেচিত। প্রশাসনের তথ্যমতে, দীর্ঘদিন ধরে ৪৪ জন দখলদার ভুয়া দলিল ও মৌখিক আশ্বাসের ভিত্তিতে ১৫৫টি ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এই এলাকায় পরিবেশবিধ্বংসী কোনো স্থাপনা গড়ে উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!