নওগাঁর মান্দায় চেক জালিয়াতি ও প্রতারণার তিনটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলম খাঁ (৪৮)–কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার আলম খাঁ উপজেলার কালিকাপুর বাজার এলাকার বাসিন্দা বরকতুল্লা খাঁর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চেক জালিয়াতি ও প্রতারণার তিনটি মামলায় আদালত আলম খাঁকে সাজা দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে