আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনের সদরপুর উপজেলায় গণসংযোগ শুরু করেছেন ভাঙা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন।
রবিবার (২৭ জুলাই) বিকেলে সদরপুর উপজেলার হাসপাতাল মোড়ে জামায়াতের অস্থায়ী কার্যালয় থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর বাজারসহ আশপাশের এলাকাগুলোতে প্রচারণা চালায়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. দেলোয়ার হোসেন হাওলাদার, নায়েবে আমির হাজী আবু বকর সিদ্দিক, ভাঙা উপজেলা পৌর আমির ডা. এনায়েত হোসেন, সেক্রেটারি মো. জাকির হোসেন এবং সদরপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ জামায়াতের শতাধিক নেতা-কর্মী।
গণসংযোগ চলাকালে মাওলানা মো. সরোয়ার হোসাইন বলেন, “ইসলামী রাষ্ট্র গঠন এবং ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের ভোট দিন।” এ সময় তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে