নাটোরের বড়াইগ্রামে আলোচিত শিশু আবির হত্যার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত আবিরের পরিবার।
রবিবার (২৭ জুলাই) দুপুরে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গায় আবিরের নিজ বাড়িতে তার পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত আবিরের পরিবার জানায়, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু আবিরকে গত ২৬ জুন বনলতা মসল্লা ফ্যাক্টরির পরিত্যক্ত মাঠে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ ভুট্টার আঁটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুলিশ তার লাশ উদ্ধার করে এবং পরে একজনকে গ্রেফতার করে।
তবে পরিবার ও এলাকাবাসীর দাবি, এই হত্যা মামলার পূনরায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে