AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে এমপিওর দাবিতে বেসরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
১২:৩০ পিএম, ২৭ জুলাই, ২০২৫

সদরপুরে এমপিওর দাবিতে বেসরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ফরিদপুরের সদরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি সদরপুর মহিলা কলেজের অনার্স (পাশ) কোর্সের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘ ৮ বছর ধরে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এই দাবিতে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় কলেজ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

মানববন্ধনের আয়োজন করে ‘বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম’। এতে শিক্ষক, কর্মচারীসহ কলেজের গর্ভনিং বডির সদস্যরাও অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের গর্ভনিং বোর্ডের সভাপতি কাজী বদরুজ্জামান বদু।

এতে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ মান্নান হাওলাদার, প্রভাষক মো. লিয়াকত আলী খান, শহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান নুর, মোস্তাফিজুর রহমান, কামরুন্নাহার, সবিতা, ফারজানা কবির, মাহবুব আক্তার, সেলিনা আক্তার, আলোক সরকার এবং পিয়ন মো. খলিলুর রহমান ও মো. কবির তালুকদার।

বক্তারা বলেন, “বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নে অনার্স-মাস্টার্স ও ডিগ্রি পর্যায়ের বেসরকারি কলেজ শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮’-এ অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্ত না করায় তাঁরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত হতে পারছেন না।”

তারা বলেন, “এমপিও না থাকায় প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে তাদের এমপিওভুক্ত করতে হবে।” বক্তারা আশা প্রকাশ করেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন, যাতে শিক্ষকরা অন্তত ন্যূনতম মর্যাদা নিয়ে জীবন ধারণ করতে পারেন।”

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!