পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত যুবকের নাম ইমরান শরীফ (২২)। তিনি বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে ইমরান মাছ ধরার ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়েন। এ সময় ট্রলার থেকে ছিটকে তেঁতুলিয়া নদীতে পড়ে যান তিনি। পরে লোকবিহীন ট্রলারটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা ইমরানের খোঁজ শুরু করে।
বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও স্থানীয় জেলেরা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রথম দুই দিনে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইমরানের চাচা মাসুম বিল্লাহ জানান, “ইমরান চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে গিয়েছিল। আড়তে মাছ দিয়ে বরফ আনার জন্য কালাইয়া লঞ্চঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় ঝড়ের তাণ্ডবে ট্রলার থেকে ছিটকে পড়ে নদীতে ডুবে যায় সে।”
কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, “নিখোঁজের পরপরই নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রোববার ভোরে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে