AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:০৩ পিএম, ২৬ জুলাই, ২০২৫

কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

রাষ্ট্রীয় কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন” শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে ভার্চুয়ালি লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিমা আফ্রাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে “জুলাই যুদ্ধ”–এ আহত ও শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শপথ পাঠ করানো হয়। শপথে বলা হয়—জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণা। তাদের স্বপ্ন যেন বৃথা না যায়। সবাইকে অন্তরে ধারণ করে সমাজের সকল শ্রেণিকে সমানভাবে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে “থ্রি-জিরো” পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগীদের সমন্বয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!