গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বিদ্যুত সংযোগের ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ বছর বয়সী শাকিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর (চেরেঙ্গা) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শাকিব ওই গ্রামের শাহিন মিয়ার ছেলে। স্থানীয়দের মতে, বিকেলে শাকিব কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে খেলছিলেন। হঠাৎ খেলার ছলে টিনের ঘরে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সেখানে আটকে যান। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই তিনি মারা যান।
রংপুর পল্লি বিদ্যুত সমিতি-১, শটিবাড়ী এলাকার সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম নূরুল সামছুল হুদা বলেন, এ বিষয়ে তার কাছে কোনো খবর আসেনি, তবে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে টিনের ঘরে যারা বাস করেন তাদের জন্য।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটির অকাল মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে