গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানটির আয়োজন করে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা, জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং জুলাই কন্যা তাহমিনা আক্তার।
শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে