সৌদি আরবের দাম্মামে নির্মাণকাজের সময় ভবন থেকে পড়ে শহিদ (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সৌদি সময় বিকাল ৩টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে।
ঘটনার পরপরই দাম্মামে কর্মরত অন্যান্য বাংলাদেশিরা তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আইসিইউতে প্রায় ১২ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
শহিদের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে বিলাপ করছেন বাবা-মা, স্ত্রী ও আত্মীয়স্বজন। পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। শহিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদ ছিলেন পরিবারের বড় ছেলে। স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, দুই ভাই ও এক বোনসহ একটি বড় পরিবার ছিল তার ওপর নির্ভরশীল। জীবিকার তাগিদে মাত্র চার মাস আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঢেউখালী ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব মাতুব্বর শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে