ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বান্ডেল টিন ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসানসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপকারভোগী ব্যক্তিরা উপস্থিত থেকে সহায়তা গ্রহণ করেন এবং সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে