সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গাজীপুরের কালীগঞ্জে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই জান্নাত, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গভর্নিং বডির সভাপতি ও প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
কর্মশালায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষকদের জবাবদিহিতা, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ফলাফল উন্নয়নে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন এবং তা থেকে গৃহীত হয় নানা সিদ্ধান্ত।
কর্মশালার শেষপর্বে ২০২৫ সালের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে