গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে পৌরবাসীদের উপর নতুন করে আরোপিত কর পরিশোধের জন্য পৌর কর্তৃপক্ষ প্রতিটি বাড়ির মালিকের কাছে চিঠি পাঠিয়েছে। এই বর্ধিত কর কমানোর দাবিতে শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামসহ কয়েকটি সংগঠন যৌথভাবে শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এতে স্বাক্ষর করে শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরাম, শ্রীপুর সাহিত্য পরিষদ, শ্রীপুর প্রেসক্লাব এবং রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা ও শ্রীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক সেলিম মোল্লা বলেন, “পৌরসভার স্থানীয় বাসিন্দারা বর্ধিত করের চাপ থেকে মুক্তি পেতেই এই পদক্ষেপ নিয়েছে।” স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বর্ধিত করের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তা কমানোর আহ্বান জানান।
ফোরামের সভাপতি রওশন আলী বলেন, “শ্রীপুর একটি অবহেলিত পৌরসভা। এখনো অনেক এলাকায় চাটাই, টিনের বেড়া এবং মাটির ঘর রয়েছে। এই পরিস্থিতিতে বাড়িঘরের কর বহুগুণে বৃদ্ধি করে পৌরবাসীর ঘরে ঘরে নোটিশ প্রদান অমানবিক সিদ্ধান্ত।”
রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “পৌর কর্তৃপক্ষ আবর্জনা অপসারণ করছে না, তবুও আবর্জনা বাবদ ৩% এবং সড়কবাতি বাবদ ২% কর ধার্য করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এসব বিষয় পুনর্বিবেচনা করা জরুরি।”
শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ বলেন, “২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় পৌর প্রশাসক বলেছিলেন, নতুন করে কোনো কর বাড়ানো বা আরোপ করা হবে না। তখন পৌরবাসী আনন্দিত হয়েছিল। কিন্তু এখন কর বৃদ্ধির চিঠি পেয়ে তারা হতাশ। তবে পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রশাসককে ধন্যবাদ জানাই।”
এ বিষয়ে শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “মূলত কর বাড়ানো হয়নি, বরং পিডব্লিউডি শিডিউল অনুযায়ী বাসাবাড়ির বাৎসরিক মূল্যায়ন বাড়ায় করের অঙ্ক বেড়েছে। ২০১৯ সালের শিডিউলের পরিবর্তে ২০২৪ সালের শিডিউল অনুসরণ করা হয়েছে, যার ফলে সামান্য বেশি কর ধার্য হতে পারে। তবে মালিকরা আপত্তি জানালে গণশুনানির মাধ্যমে যাচাই করে তা সামঞ্জস্য করার সুযোগ রয়েছে।”
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যাপক সেলিম মোল্লা, সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে