AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ



ঝিনাইগাতীতে  বিএনপি নেতা বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদ এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে ঝিনাইগাতীর ধানহাটি প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান।

গণসমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে দল ও দেশের জন্য কাজ করে যাওয়া এক নিবেদিতপ্রাণ নেতাকে স্থানীয় কিছু নেতার ষড়যন্ত্রে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত বিবেচনা করে দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাই। আমরা এই দাবি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচরে আনতে চাই।”

তারা আরও বলেন, “যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয়, তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

গণসমাবেশে পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন এবং বহিষ্কারাদেশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!