চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. রুবেল ওরফে নিশাদ (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল ওরফে নিশাদ উপজেলার বরুমছড়া ইউনিয়নের চাঁদুয়া পাড়া এলাকার আলি মিয়া বলির বাড়ির মো. ইলিয়াসের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। তার সংসারে স্ত্রী এবং ১৪ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আজিজ জানান, নিশাদকে হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, "নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
একুশে সংবাদ/চ.প্র/এ.জে