AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ডিবির অভিযান

শ্রীমঙ্গলে মাদক বিক্রির নগদ টাকা, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক 



শ্রীমঙ্গলে মাদক বিক্রির নগদ টাকা, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়।  

জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ  নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। 

অভিযানে শ্রীমঙ্গল উপজেলার পাচাউন বাজার এলাকা থেকে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগম (৩৫) এর কাছ থেকে আরও ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।  উভয়ই মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা। 

জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ  নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়। জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!