কুমিল্লার তিতাসে এসএসসি ও দাখিল-২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে তিতাস উপজেলার মোট ৪১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

