পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট থেকে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালনা করে সেনাবাহিনী। ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডারের নির্দেশনায় এ আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৬০০ রোগীকে চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ১৪ সদস্যের একটি টিম, যার নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা।
ক্যাম্পটি পরিদর্শন করেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি।
সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনেক দরিদ্র রোগী টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না। এই ধরনের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ তাদের জন্য খুবই উপকারী।
তারা আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে আমাদের সেবা দিয়েছেন। এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে