উজানে ভারতে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়ে যাওয়ায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।
রোববার ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে রাতের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ভারতের অতিভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর বেড়েছে। এর প্রভাবে লালমনিরহাট ছাড়াও নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের পানি প্রবাহের কারণে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে।
তিনি আরও জানান, তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানির উচ্চতা বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট ও নীলফামারীর তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
একুশে সংবাদ/ই.ট/এ.জে