AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চালককে হত্যার পর কালীগঞ্জে অটোরিকশা ছিনতাই


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
১২:৫৬ পিএম, ২১ জুলাই, ২০২৫

চালককে হত্যার পর কালীগঞ্জে অটোরিকশা ছিনতাই

গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) বিকেলে পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আনোয়ার কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাজিম উদ্দিনের ছেলে। আনোয়ারের তিন পুত্র ও তিন কন্যা রয়েছে।

নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার বাবা সাধারণত রাতেই অটোরিকশা চালাতেন এবং সকালে বাসায় ফিরতেন। গত শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় অটো নিয়ে বের হওয়ার পর থেকে তিনি আর ফেরেননি। পরদিন সকাল থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার বিকেলে মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠে খেলতে যাওয়া কিছু শিশু মোবাইল ফোনের রিংটোন শুনে জঙ্গলের ভেতরে গেলে মরদেহ দেখতে পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। জাহাঙ্গীর জানান, তার বাবাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে নিহতের অটোরিকশাটি এখনও উদ্ধার হয়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!