গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইট বোঝাই অবৈধ মাহেন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার উপজেলার নলডাঙ্গা বাজার থেকে রহমতপুর বাজার পাকা সড়কের শ্রীরামপুর মিয়ার বাজার, মরহুম সাবেক চেয়ারম্যান দুলা মিয়ার বাড়ির সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত এনামুল রংপুর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত বাবু শেখ। তিনি পেশায় একজন রড মিস্ত্রি। নিহতের নানী জানান, ছোটবেলায় এনামুলের বাবা-মা মারা গেলে তিনি তাকে লালন পালন করেছেন।
ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক সুকুমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এনামুলের মরদেহ উদ্ধার করেন। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকারের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনামুল নলডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মাহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগার ওপর দিয়ে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সড়কগুলোতে ইট, বালি, মাটিসহ বিভিন্ন পণ্যবোঝাই অবৈধ মাহেন্দ্র ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। এ কারণে প্রায়ই মৃত্যুমুখে পড়ছেন পথচারী ও যাত্রীরা, তবে এখনো এই মারাত্মক সমস্যার সমাধান হচ্ছে না।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে