চট্টগ্রামের বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমানকে বহনকারী চলন্ত সরকারি গাড়িতে ঢিল ছুঁড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও গাড়ির সামনের আয়নায় ফাটল দেখা দিয়েছে।
গত বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে ওসি ফোর্সসহ আরাকান সড়ক দিয়ে থানায় ফেরার পথে এই ঘটনা ঘটে। তারা রায়খালী ব্রিজ অতিক্রম করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, রাতে ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল শেষে থানায় ফেরার পথে গাড়ির বাম পাশে ঢিলের আঘাতে আয়নার ফ্রেমে ফাটল ধরে।
এ ঘটনায় থানার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে