AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে অভিভাবক সমাবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



পার্বতীপুরে অভিভাবক সমাবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুরে যশাই প্রি-ক্যাডেট মডেল স্কুলের আয়োজনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সরকার।

জানা গেছে, যশাই প্রি-ক্যাডেট মডেল স্কুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তোজাম্মেল হক।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মোমিনপুর ইউনিয়নের নিকাহ রেজিস্টার মো. কাজী ওয়াজেদ আলী এবং বছিরবানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগানপাড়া মসজিদের ইমাম রশিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল মাবুদ ও মিনু।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কাব স্কাউটদের প্রার্থনা সংগীত, গ্র্যান্ডিয়েল ও হাতে তালি পরিবেশিত হয়। এরপর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেন কোরআন তেলাওয়াত করে, ষষ্ঠ শ্রেণির বিপ্রজিত রায় গীতা পাঠ করে এবং পঞ্চম শ্রেণির নিখায়েল খ্রিস্টান ধর্ম পাঠ করে। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ৯০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেন প্রধান অতিথি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও গাছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

স্কুলে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, স্কাউটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়।

এছাড়াও সেরা শিক্ষককে ক্রেস্ট ও ফলজ গাছ উপহার দেওয়া হয়। ভাই ভাই নার্সারির সৌজন্যে এবং অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী জুয়েল প্রধানের পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ৬১টি বিভিন্ন ফলজ গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক, প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীগণ।

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!