জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ব্রাহ্মণবাড়িয়া আলেম-ওলামাদের একটি পবিত্র স্থান। এটি ইসলামের ঘাঁটি। ২০০১ সালে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়াতেই, ৬ জন আলেমের শহিদ হওয়ার মধ্য দিয়ে। প্রতিটি আন্দোলনে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। জাতীয়তাবাদী ওলামা দলের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় আমরা কমিটি করব।”
তিনি আরও বলেন, “এখন একটা নতুন স্লোগান শুরু হয়েছে — ‘স্বৈরাচার গেছে দিল্লি, আর রাজাকার যাবে পিন্ডি।’”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি মো. জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপি নেতা এড. গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, এড. তারিকুল ইসলাম রুমা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে