বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলার অসহায় বিএনপি ও শ্রমিকদলের নেতা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক নেতার পরিবারকে চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টায় আদমদীঘি উপজেলার শাঁওইল বাজারের কাঞ্চনপাড়ায় বিএনপি নেতা চাঁন মিয়া, বিনাহালী গ্রামের শ্রমিকদল নেতা হাফিজার রহমান এবং সান্দিড়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিএনপি কর্মী শ্রী নন্দের পরিবারকে এই মানবিক সহায়তা তুলে দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মিনহাজুল ইসলাম মিনহাজ।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি বুলবুল হোসেন ঠান্ডু, নশরতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা এস.এম. সোহেল রানা, রুহুল আমিন, মুরাদ হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার, নশরতপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
অসহায় বিএনপি নেতাকর্মীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়ার সময় মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, "এই নগদ অর্থ সহায়তা আমার পক্ষ থেকে চলমান থাকবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন মানবিক মানুষ। নেতাকর্মীদের যে কোনো দুর্দিনে তিনি পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন।"
একুশে সংবাদ/ব.প্র/এ.জে