ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১,২০০ মিটার কারেন্ট জাল এবং ২৫টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ প্রশান্ত কুমার সরকারের দিকনির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা নাহিদ ইসলাম ও তরিকুল ইসলাম এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০–এর ধারা ৪, ৫ ও ৭ অনুযায়ী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “নদী ও দেশীয় মাছ সংরক্ষণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে