গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা শেষে ফেরার পথে নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে এনসিপির সমাবেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। পরিস্থিতির অবনতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বর্তমানে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে